Hello Readers
Welcome to our blog
Welcome to our blog
যে কোনো লেখা কে গানে ♬ রুপান্তর করুন। convert any letter into song.
আজকে আমি দেখাব কিভাবে আপনারা যেকোনো লেখাকে গানে পরিবর্তন করুন।
প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।অ্যাপ টির নাম Ditty. আপনারা এই অ্যাপ টি প্লে স্টোরে পেয়ে যাবেন।এছাড়াও আপনারা এই খানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
এখন সরাসরি কাজে চলে জাই।
অ্যাপটি ওপেন করার পর আপনাদের এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।
বড় মারক করা জায়গায় আপনারা যে লেখাকে গানে পরিবর্তন করতে চান সে লেখাটি লেখুন।আর সবচেয়ে উপরে মারক করা জায়গাটিতে আপনারা গানের ডিজাইন পছন্দ করতে পারবেন।এখানে আপনারা অনেক ধরনের গান পেয়ে জাবেন।কিছু পেইড ও আছে।বেশির ভাগই ফ্রিতে ।তাই চিন্তার কোন কারন নেই।
তারপর আপনাদের গানের লেখা এবং গানের ডিজাইন পছন্দ করা হয়ে গেলে আপনারা নেক্সট এ ক্লিক করুন।
তারপর অটোমেটিক গান বানানো হয়ে যাবে।
আপনারা মাঝ খানে আপনার গানের সাথে মিল রেখে ভিডিও দেখতে পারবেন।তারপর আপনারা চাইলে নিচে থেকে গিফ ভিডিও সিলেক্ট করতে পারবেন।তারপর আপনার ফোনে থাকা ফোটো কে আপনারা গিফ এ পরিবর্তন করে গান লাগাতে পারবেন।
এছাড়াও লাইব্রেরি অপশন থেকে আপনার ফোনে থাকা ভিডিও তে গান টি লাগাতে পারবেন।
এবং পাশে রেকর্ড অপশন থেকে সরাসরি ভিডিও করে তাতে গান টি লাগাতে পারবেন।
এখানে গানগুলো সাধারণত ইংরেজি গানের উপর ভিত্তি করে বানানো হয় তাই আপনার Lyrics টি ইংরেজি তে হলে গান শুনতে অনেক ভাল হবে।
আজকে এতটুকু ই ।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।
No comments:
Post a Comment